১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

পাকিস্তানে ভোট কেন্দ্রে বোমা হামলা, ৫ পুলিশসহ নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচন চলাকালে বেলোচিস্তানের প্রদেশিক রাজধানী কোয়েটায় এক ভোট কেন্দ্রে আত্মঘাতী বোমা হামালায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর, বুধবার কোয়েটার ভোসা মান্দি এলাকায় সড়কে পাশের একটি ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, হামলাটি যে আত্মঘাতী ছিল তা নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

প্রকাশ :জুলাই ২৫, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ