২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৫১

মাগুরায় জামায়াত নেতা সহ আটজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

মাগুরা শালিখা উপজেলার আড়পাড়ায় জঙ্গি সন্দেহে জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়িতে চালানো অভিযানে তিনি সহ আটককৃত আটজনকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৩টায় মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
শালিখা থানার এস আই আশিকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। জামায়াত নেতা ফরিদ হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অন্য সাতজনের বিরুদ্ধে ৫৪ ধারায় পৃথক দুটি মামলা হয়েছে। অন্য সাতজন হলেন- বাচ্চু, ওবায়দুল, আবুল বাশার, রবিউল, জাহিদুল, আনোয়ার, জাহাঙ্গীর। সাতজনেরই বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরের চর গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, জামায়াত নেতা ফরিদ হোসেনের বাড়ি থেকে জেহাদি বইসহ নানা সামগ্রী উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অন্য সাতজনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জঙ্গি সন্দেহে জামায়াতের জেলা পর্যায়ের নেতা ও মাগুরা জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ফরিদ হোসেনের বাড়ি ঘেরাও করে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে জঙ্গি সন্দেহে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৬:১৫ অপরাহ্ণ