নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাঙ্গামাটির দুর্গম এলাকায় পাহাড়িদের ওপর হামলা ও বাড়িঘরে আগুন দেয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, রাঙামাটিতে পাহাড়িদের বাড়িঘরে হামলার সঙ্গে সরকারদলীয় লোকেরা জড়িত। তারাই এ হামলাও বাড়িঘরে আগুন দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিএনপি মহাসচিব বলেন, যুবলীগের একজন নেতার মৃতদেহ পাওয়ার ঘটনায় রাঙ্গামাটিতে প্রায় দুইশত মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। এই কাজগুলো তারা করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যুবলীগ নেতা নিহত হবার পরে বা তার বডি পাবার পরে যখন আপনার বাড়িঘর পুরে যায় তাতে বিএনপির কি করার আছে? এটাই তো সমস্যা। আপনারাও একটু অনুসন্ধান করে দেখেন। ঘটনাটি ঘটিয়েছে কে? তবে আমার দুটি ঘটনারই তদন্ত চাই।
দৈনিক দেশজনতা /এমএম