নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোলবার শেখ (৪৫) নামে একজনকে খুন করে তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েছে পালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে উপজেলার দক্ষিণ মৌচাক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গোলবার শেখের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরের তেতুলিয়া এলাকায়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলার কলাবাঁধা এলাকায় পরিবার নিয়ে বাসা ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন গোলবার শেখ। শুক্রবার রাতে কোনো এক সময় ছিনতাইকারীরা গোলবারকে খুন করে তার রিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

