৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:০৮
ফাইল ছবি

বিশ্বের জন্য হুমকি ইরান: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-ইসরায়েল সম্পর্ক। আর তারই জের ধরে এবার ইউরোপসহ গোটা বিশ্বের নিরাপত্তার জন্য ইরান হুমকিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েল সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য এর আগেও ইরানকে দায়ী করে নেতানিয়াহু বলেছিলেন, ইরান সন্ত্রাসবাদে সহযোগিতা করছে।

উল্লেখ্য, বুধবার ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করে পার্লামেন্টে বিল পাশ করা হয়েছে। একইসঙ্গে হিব্রুকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ইসরাইলি পার্লামেন্ট (নেসেট)। বিলটি পাস হওয়ার সময় আরব এমপিরা পার্লামেন্টে এর বিরোধিতা করেন।

প্রকাশ :জুলাই ২০, ২০১৮ ৩:৩৯ অপরাহ্ণ