ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে আটক করেছে র্যাব। শনিবার ভোরে সদর উপজেলার মিয়াকুণ্ড গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ র্যাবের ক্যাম্প কমান্ডার মেজন মনির আহমেদ জানান, মিয়াকুণ্ড গ্রামের একটি মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ঝিনাইদহ সদরের দক্ষিণ শিকারপুর গ্রামের পল্লী চিকিৎসক দিব্বত, কুমোদ সরকার, কালীগঞ্জের নাটোপাড়া গ্রামের শুকানুর খান ও মাগুরার শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের বিকাশ বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক, একটি রাইফেল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর