১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৪

জেলা সংবাদদাতা:
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ মাদক মামলার আসামি এবং আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি, কূল্যা ইউপি চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম ও এক জামায়াত কর্মীসহ ৬৪জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ২২, কলারোয়া থানা থেকে ৯, তালা থানা থেকে ৪, কালিগঞ্জ থানা থেকে ৮, শ্যামনগর থানা থেকে ৯, আশাশুনি থানা থেকে ৬, দেবহাটা থানা থেকে ৩ ও পাটকেলঘাটা থানা থেকে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

প্রকাশ :জুলাই ২০, ২০১৮ ১:৪৭ অপরাহ্ণ