১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৭

খালার বাড়িতে বেড়াতে এসে দুই বোনের মৃত্যু

জেলা সংবাদদাতা:
দুই ভাই ও দুই বোনের মধ্যে দুই বোনই বড়। বড় বোন সাদিয়া আক্তার (১০) চতুর্থ শ্রেণীর ছাত্রী ও ছোট বোন শিমলা আক্তার (৭) প্রথম শ্রেণীতে পড়াশুনা করতো। খালার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো তারা।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর ব্রিজ এলাকায় নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

জানা যায়, ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনও পানিতে ডুবে মারা যায়। সাদিয়া ও শিমলা কুষ্টিয়া জেলার কুমারখালীর চর গোবিন্দপুর গ্রামের হানিফ সেখের মেয়ে।

হানিফ সেখ তার স্ত্রী ও চার ছেলে মেয়েকে নিয়ে ভায়রা লক্ষীপুরের চরতেবাড়িয়া গ্রামের আব্দুল আলীমের বাড়ি অর্থাৎ সাদিয়া ও শিমলার খালু বাড়িতে গত মঙ্গলবার বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে খালা বাড়ি সংলগ্ন ওই নদীতে গোসল করতে নেমে তাদের এই মৃত্যু ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বাতেন ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রকাশ :জুলাই ১৯, ২০১৮ ৬:১২ অপরাহ্ণ