১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

স্বর্ণ নিয়ে বিএনপির অভিযোগ সত্য নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ নিয়ে বিএনপির অভিযোগ সত্য নয়।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনার প্রস্তুতি দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টের স্বর্ণ হেরফেরের ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে, তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। স্বর্ণ হেরফেরের অভিযোগের সঠিক তদন্ত হবে বলেও জানান তিনি।

তিন সিটি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগগুলোকে ভিত্তিহীন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ এবারও শেখ হাসিনার নেতৃত্ব নৌকাকে বিজয়ী করে দেশের উন্নয়ন অব্যাহত রাখবে।

প্রকাশ :জুলাই ১৯, ২০১৮ ৩:০১ অপরাহ্ণ