১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

সোনার আবরণে তৈরি সাড়ে ৮ লাখ টাকার চকোলেট!

রকমারি ডেস্ক:
চকোলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। প্রায় নিয়মিতভাবেই ভোক্তাদের চাহিদা মেটাতে বাজারে আসছে নতুন সব চকোলেট। তবে কোন চকোলেটের দাম যদি সাড়ে ৮ লাখ টাকার বেশি হয়, তাহলে সে চকোলেট খাওয়ার চেয়ে জমিয়ে রাখতেই ইচ্ছে করবে বেশি। সম্প্রতি এমন এক চকোলেটই প্রদর্শিত হল পর্তুগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক চকোলেট ফেস্টিভ্যালে। খবর এইসময়’র।

খবরে বলা হয়, চকোলেটটি তৈরি করেছেন পর্তুগিজ চকোলেট নির্মাতা ড্যানিয়েল গোমস। স্বাদ ও দামের সঙ্গে মিলিয়েই বোধহয় নাম দিয়েছেন, ‘গ্লোরিয়াস’। তিনি জানান, গিনেস বুক অব রেকর্ডস সবচেয়ে দামি চকোলেটের স্বীকৃতি পেয়েছে তার ‘গ্লোরিয়াস’।

নির্মাতা গোমস জানিয়েছেন, চকোলেটটির ওপরে রয়েছে সোনার আবরণ, যা খাওয়া সম্ভব। এছাড়াও বিশ্বের সবচেয়ে দামি মসলা ব্যবহার করা হয়েছে এটি তৈরিতে। রয়েছে মাদাগাস্কার থেকে আনা ভ্যানিলা ও হোয়াইট ট্র্যফেল।

অনেকটা ছোট হিরের মতো দেখতে গ্লোরিয়াসকে সাজানো রয়েছে ৫ হাজার অস্ট্রিয়ার ক্রিস্টাল দিয়ে। এই চকোলেটের সঙ্গে সবসময় রয়েছে দু’জন সশস্ত্র রক্ষী

প্রকাশ :জুলাই ১৯, ২০১৮ ১:১৬ অপরাহ্ণ