১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন আর্ল রবার্ট মিলার

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পদে নিয়োগ পেতে যাচ্ছেন আর্ল রবার্ট মিলার। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদন করলে শীঘ্র মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটের জায়গায় দেখা যাবে মিলারকে। মার্কিন মেরিন কোরের সাবেক কর্মকর্তা মিলার পররাষ্ট্র দফতরের হয়ে কাজ করে আসছেন ১৯৮৭ সাল থেকে। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।

এল সালভেদর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও ইরাকে মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও আর্ল রবার্ট মিলার কাজ করেছেন। আর ২০১৪ সাল থেকে তিনি আফ্রিকার দেশ বতসোয়ানায় রাষ্ট্রদূতের পালন করে আসছেন।

প্রকাশ :জুলাই ১৮, ২০১৮ ৩:৪৩ অপরাহ্ণ