১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

হাসপাতালে বেবী নাজনীন

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আফসানা বেগমের তত্ত্বাবধানে রয়েছেন।

জানা গেছে, গত তিনদিন ধরেই জ্বরে ভুগছিলেন বেবী নাজনিন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে জ্বরের মাত্রা বেড়ে গেলে তাকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা তাকে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন।

বেবী নাজনীনের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

প্রকাশ :জুলাই ১৮, ২০১৮ ১১:০৯ পূর্বাহ্ণ