১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের রূপনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রূপনগরের বিরুলিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- লেগুনা চালক হান্নান (২২), শিশু তাওহীদ (১০)। নিহত অপরজনের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ আলম জানান, আজ সকালে রূপনগরের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লেগুনা চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। অপরজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়নাতদন্তের জন্য লাশগুলো মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

প্রকাশ :জুলাই ১৭, ২০১৮ ১১:৫৫ পূর্বাহ্ণ