১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫
ফাইল ছবি

‘নির্বাচন অপরাধীর মুক্তির দরকষাকষির বিষয় হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক:
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, অপরাধীর মুক্তির ওছিলায় নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ নির্বাচন কোন অপরাধীর মুক্তির দরকষাকষির বিষয় হতে পারে না।

সোমবার বিকেলে রাজধানীর গুলিস্তানে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশ :জুলাই ১৬, ২০১৮ ৮:৪৬ অপরাহ্ণ