১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

মানুষখেকো নদী, শোনা যায় কান্না!

আন্তর্জাতিক ডেস্ক:
পৃথিবীতে নদীমাতৃক দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভারত। দেশটিতে রয়েছে বহু নদী। কিন্তু এরই মাঝে এমন একটি নদী রয়েছে যা মানুষ পেলে গিয়ে খায়। এমনটিই দাবি স্থানীয়দের।

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পশ্চিম দিকে সাব-সিটি অঞ্চল ‘রোহিণী’। যমুনা নদীর শাখা, মুনাক ক্যানাল, হরিয়ানা থেকে দিল্লির রোহিণীর পাশ দিয়ে বয়ে চলেছে। এই এলাকায় তার নাম হয়েছে ‘খুনি নদী’।

স্থানীয়দের মতে, দিনের বেলাতেও এই নদীর পাশে গেলে শরীর ছমছমক রে। এই নদীতে প্রাণ হারিয়েছে বহু মানুষ। কিন্তু কী কারণে আর কীভাবে ওইসব মানুষ প্রাণ হারিয়েছে সেই এখনো উদ্ধার হয়নি।

দিনের বেলায় নদীর পাশ দিয়ে হেঁটে গেলে অস্বস্তি অনুভব করেন তিনি। আশপাশে কোনো মানুষ না থাকলেও মনে হয় যেন কেউ তাকিয়ে রয়েছে পেছন থেকে। কেউ কেউ আবার কান্নার আওয়াজও শুনেছেন বলে দাবি করেন।

এই নদীতে গোসল করতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, এই নদী সেসব মানুষকে গিলে ফেলেছে; যারা মনে করে এটি অভিশপ্ত নদী।

কিন্তু গরমের সময় নদীতে ঝাঁপাঝাঁপি করে শিশুরা। অথচ তাদের কখনো কিছু হয়নি বলেই জানা যায়।

প্রকাশ :জুলাই ১৬, ২০১৮ ৬:০০ অপরাহ্ণ