বিনোদন ডেস্ক:
নতুন ছবি ‘দিন-দ্যা ডে’ নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করেছেন ঢালিউডের অভিনেতা, প্রযোজক অনন্ত জলিল। ফেসবুক পেজে ভক্ত-অনুরাগীদের বিষয়টি জানিয়েছেন তিনি। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করা হবে।
ফেসবুকে অনন্ত জলিল লিখেছেন, আমি ইরান সফর করে আমার পরবর্তী চলচিত্র ‘দিন-দ্যা ডে’ এর যৌথ প্রযোজক, শ্যুটিংয়ের স্থান, অভিনয় শিল্পী থেকে অন্যান্য দিকগুলোর প্রাথমিক প্রস্তুতি ও আলোচনা সম্পন্ন করেছি। এরই মধ্যে ইরানের অন্যতম খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সাথে প্রাথমিক আলোচনা সফলভাবে সম্পন্ন করেছি। বাংলাদেশের বহু সফল চলচ্চিত্রের চিত্রনাট্য রচয়িতা ছটকু আহমেদ ভাইকে নিয়ে ‘দিন-দ্যা ডে’ এর স্ক্রিপ লেখার কাজ শুরু করেছি।আমাদের জন্য দোয়া করবেন যেন স্ক্রিপ্টটি সুন্দর ও সফলভাবে লেখা শেষ করতে পারি এবং সুন্দর একটি চলচ্চিত্র উপহার দিতে পারি।’ মূলত সিরিয়ায় মুসলিমদের ওপর চলা বর্বরতাই হচ্ছে এ ছবির গল্পের মূল উপজীব্য। গল্প ভাবনা অনন্তর নিজের।
ছবিতে অনন্ত জলিলের চিত্রনায়িকা বর্ষাকে দেখা যেতে পারে। এ বছরই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন অনন্ত জলিল। তাকে উদ্ধৃতি দিয়ে তেহরান টাইমস জানিয়েছে, পুরো ছবিটির শ্যুটিং ইরানে করতে চান অনন্ত জলিল। ছবিতে তিনি ইরানের সৌন্দর্য তুলে ধরতে চান এবং তা বাংলাদেশ ও পুরো বিশ্বকে দেখাতে চান।