১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

উখিয়ায় ট্রাক চাপায় নিহত ৫

উখিয়া বালুখালী কাস্টম এলাকায় আজ সোমবার সকাল সোয়া ৯ টার দিকে বাঁশ বোঝাই ট্রাক উল্টে গিয়ে ১ সিএনজি ও ৩ টি টমটম নিচে পড়ে ৫জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ১শিশু, ২ নারী ও দুইজন পুরুষ রয়েছে। সোমবার সকাল ৯টায় উখিয়ারঘাট বালুখালী কাস্টম এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।

জানা যায়, রোহিঙ্গা সেবার কাজে কতিপয় এনজিওর তালিকাভূক্ত এক শ্রেণীর ঠিকাদার পুলিশ ও বনকর্মীদের ম্যানেজ করে ট্রাকে নিয়মের চেয়ে অতিরিক্ত বাঁশ বোঝাই করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। ইতোপূর্বেও বাঁশ ভর্তি একাধিক ট্রাক পথিমধ্যে উল্টে গেছে। তবে ওসময় হতাহত না হলেও সোমবার বালুখালী এলাকায় বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেছে।

প্রকাশ :জুলাই ১৬, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ