বিনোদন ডেস্ক:
বহুদিন হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের সম্পর্ক খবরের শিরোনামে উঠে আসছে। নিকের ভারত সফরের পর থেকেই প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে জল্পনা এখন তুঙ্গে। যদিও এই বিষয়ে প্রিয়াঙ্কা একদমই চুপ ছিলেন।
তবে শেষপর্যন্ত নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। মেনে নিলেন নিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। তবে এক্ষেত্রে নিকের ভারত সফরই যে তাদেরকে আরোও কাছাকাছি এনেছে একথাও স্পষ্ট করেছেন এই বলিউড ডিভা।
সম্প্রতি নিকের ভারত সফর নিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ”আমরা একে অপরে জানতে পেরেছি। এটা আমার ও নিক দুজনের কাছেই খুব ভালো একটা অভিজ্ঞতা।”
প্রিয়াঙ্কা আরও বলেন, ”বিয়ে কোনও মহিলাকে ছোট বা বড় কিংবা নারীবাদী করে তোলে না। আমি বিয়ে বিষয়টাকে বেশ পছন্দই করি এবং আমি বিয়ে করতেও চাই। ”
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিককে তার মা মধু চোপড়ার সঙ্গে আলাপ করিয়ে দেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়,পরিবারের সঙ্গে একসঙ্গে গোয়াতেও ঘুরতে যান তিনি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

