২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩২

বনানী ধর্ষণ ঘটনায় ফরেনসিক প্রতিবেদন জমা দিয়েছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আলোচিত বনানী ধর্ষণ ঘটনায় ফরেনসিক প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (০৩ জুন) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, ‘ফরেনসিক প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাজে জমা দেওয়া হয়েছে। পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালতের নির্দেশে মামলায় জব্দ করা বিভিন্ন আলামত পরীক্ষা করা হয়।’
গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এ ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। পুলিশ পাঁচজনকেই গ্রেফতার করেছে।
দৈনিক দেশজনতা /এমএম
প্রকাশ :জুন ৩, ২০১৭ ৪:৪৫ অপরাহ্ণ