১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

বলিউডে অভিষেক হচ্ছে ক্রিকেটার সামির সাবেক স্ত্রীর

মডেল ও ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামির সাবেক স্ত্রী হাসিন জাহান সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। একটি বলিউডে সিনেমায় সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।

হাসিন বলেন, সব তিক্ততা ঝেড়ে ফেলে আমি মুম্বাইয়ে গিয়ে আবারও মডেলিং শুরু করি। সেখানে মডেলিংয়ের কিছু কাজ করার পাশাপাশি একটা শর্টফিল্মেও অভিনয় করেছিলাম। এরপরই আমজাদ খান স্যার আমাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন।

এই মডেল জানান, অক্টোবর মাসে ছবির শুটিং শুরু হবে। ‘গুল মাকাই’খ্যাত পরিচালক আমজাদ খানের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুব খুশি।

সাবেক এ দম্পতির ঝামেলার শুরু হয়েছিল সামির সঙ্গে পাকিস্তানি এক নারীর চ্যাটিং ধরা পড়ার মাধ্যমে। ওই ঘটনা নিয়ে মুখ খুললে স্ত্রী হাসিনকে মারধর করেন সামি। এরপর মামলা করেন হাসিন। সামির বড়ভাই কর্তৃক ধর্ষিত হয়েছেন বলেও মামলায় উল্লেখ করেন তিনি। এরপর কয়েক দফা শুনানি হয়। দু’পক্ষ একে অপরের বিপক্ষে বিভিন্ন অভিযোগ তোলার এক পর্যায়ে সম্প্রতি তারা আলাদা হয়ে যান। সূত্র: এনডিটিভি

প্রকাশ :জুলাই ১৪, ২০১৮ ৪:০৭ অপরাহ্ণ