নিজস্ব প্রতিবেদক:
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।
একই দিন চট্টগ্রাম থেকে আসা আরেক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধও জব্দ করা হয়েছে।
শনিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১০টায় থাইল্যান্ড থেকে ঢাকায় আসা মনকিন আহমেদ নামে এক যাত্রীর কাছ থেকে এক কেজি স্বর্ণ জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
অন্যদিকে রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে আসা রাকিবুল হাসান সুমন নামে এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
এ ঘটনায় মনকিন আহমেদের নামে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। এ ছাড়া অপর যাত্রী সুমনের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।