১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:২৯

র‌্যাঙ্কিংয়ে অবনতি টাইগারদের

অনলাইন ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ। সেই জয়ে উদ্দীপ্ত হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিল মাশরাফি বাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেই র‌্যাঙ্কিংয়ে অবনতি হলো তাদের। ছয় নম্বর থেকে নেমে এলো সাত নম্বরে।

শুক্রবার আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী, ৯২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাতে অবস্থান বাংলাদেশের। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ছয়ে।

অবশ্য খুব শিগগিরই আবার র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে ফেরার সুযোগ রয়েছে বাংলাদেশের। অবশ্য এজন্য নিজেদের পক্ষ থেকে কিছু করার নেই মাশরাফিদের।

আজ এজবাস্টনে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে লঙ্কানরা হারলেই, র‌্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসবে বাংলাদেশ।

তবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচেই এখন অবস্থান করছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির কয়েকটি ম্যাচে যদি পাকিস্তান জয়ের মুখ দেখে তাহলে নড়বড়ে হয়ে যাবে বাংলাদেশের অবস্থান।

মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির ওপরেই অনেকটা নির্ভর করছে বিশ্বকাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের অংশগ্রহণের ভাগ্য।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৪:৩৮ অপরাহ্ণ