২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৯
ইসরাইলের আদালতে তুর্কি নারী এব্রু অজকান

শর্ত আরোপে মুক্তি মিলল তুর্কি নারীর

আন্তর্জাতিক ডেস্ক:
জেরুজালেম থেকে গ্রেফতার করা তুর্কি নারী এব্রু অজকানকে কারাগার থেকে মুক্তির আদেশ দিয়েছেন ইসরাইলের আদালত। তবে এখনই দেশে ফিরতে পারবেন না তিনি।

ভ্রমণ ভিসায় জেরুজালেম গিয়ে ফিলিস্তিনিদের ও হামাসকে সহায়তার অভিযোগে গত ১১ জুন এব্রু অজকানকে গ্রেফতার করেছিল ইসরাইলের নিরাপত্তা বাহিনী।

বুধবার ইসরাইলের একটি সামরিক আদালতে শুনানি শেষে ২৭ বছর বয়সী এ নারীকে কারামুক্তির আদেশ দেয়া হয়। তার জামিনের জন্য ১৫ হাজার ইসরাইলি সেকেল (৪১২৫ ডলার) জামানাত রাখা হয়।

এব্রু অজকানকে কারামুক্তির আদেশ দেয়া হলেও তাকে ইসরাইলের বাইরে যেতে দেয়া হবে না। এ জন্য তার পার্সপোর্ট জব্দ করে রাখা হয়েছে।

প্রকাশ :জুলাই ১২, ২০১৮ ৬:০০ অপরাহ্ণ