১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

কাবুলে বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত ৫

অনলাইন ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে।
উল্লেখ্য, বুধবার (৩১ মে) রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৯০ জন নিহত এবং কয়েকশ জন আহত হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার (২ জুন) হামলাস্থলে একত্রিত হয়ে তারা সরকার বিরোধী এবং তালেবান বিরোধী স্লোগান দিয়েছে। প্রেসিডেন্টের প্রাসাদ থেকে বিক্ষোভকারীদের দূরে রাখতে পুলিশ কাঁদুনে গ্যাস এবং জল কামান ব্যবহার করে। পুলিশের হস্তক্ষেপে অনেকে আহত হয়েছে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দেশটির একজন প্রবীণ রাজনীতিবিদের ছেলেও ছিলো বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান গোয়েন্দা সংস্থার মতে পাকিস্তানের সমর্থনপুষ্ট তালেবানের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্ক এ বোমা চালিয়েছে। তবে পাকিস্তান তাদের এ দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এছাড়া তালেবান কিংবা আইএস কেউই এ হামলার দায় স্বীকার করেনি। সূত্র: বিবিসি

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ