বিনোদন ডেস্ক:
বলিউড পরিচালক রাজকুমার হিরানি তার ছবি দিয়ে দর্শকদের সবসময়ই মুগ্ধ করেছেন। ‘মুন্না ভাই এমবিবিএস’ সিরিজ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের ছবি ‘সঞ্জু’তে তিনি তার সাফল্যের ধারাবাহিকতা রেখেছেন।হিরানি পরিচালিত সর্বশেষ ছবি ‘সঞ্জু’ একের পর এক বক্স অফিসের রেকর্ড ভেঙে চলেছে।মুক্তির দশ দিনের মধ্যে ছবিটি তিনশো কোটি রুপি আয় করে ফেলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘সঞ্জু’ ছবির প্রমোশন অনুষ্ঠানের সময় পরিচালক রাজকুমার হিরানি রণবীর কাপুরকে নিয়ে আরও ছবি তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন। বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক হিরানি এরই মধ্যে আমির খান ও সঞ্জয় দত্তকে নিয়ে দুটি করে ছবি নির্মাণ করেছেন।‘সঞ্জু’র প্রমোশনাল অনুষ্ঠানে তাই অনেকেই জানতে চেয়েছিলেন হিরানি রণবীরকে নিয়ে আরেকটি ছবি নির্মাণ করবেন কি-না। এ সময় হিরানি জানান, একটি নয়, রণবীরকে নিয়ে তিনি আরও পাঁচটি ছবি নির্মাণ করতে চান।
‘সঞ্জু’ছবির প্রমোশন অনুষ্ঠানের আগে অবশ্য রনবীর হিরানির ‘থ্রি ইডিয়টস’ছবির দ্বিতীয় পর্বে অভিনয়ের আগ্রহ দেখিয়েছিলেন। তবে হিরানি তাকে নিয়ে কোন ছবি তৈরি করবেন তা সময়েই জানা যাবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

