১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

সিলেটে আরিফের নির্বাচনী প্রচারণা শুরু

সিলেট ব্যুরো:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষে মনোনয়ন পাওয়া আরিফুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বুধবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে তিনি প্রচারণা শুরু করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কলিম উদ্দিন আহমদ, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌস, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক আজমল বখত সাদেকসহ বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

কোর্ট পয়েন্ট থেকে ৪টি দলে বিভক্ত হয়ে তারা লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন।

প্রকাশ :জুলাই ১১, ২০১৮ ২:০২ অপরাহ্ণ