১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

মেয়েকে কোলে নিয়ে বিশ্বকাপ থেকে বিদায়!

ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছেন। তবে কিছু নিয়ে যাচ্ছেন। যেন মেয়েকে তারই সাক্ষী করে রাখলেন বেলজিয়াম গোলরক্ষক থিবাউত কোর্তোইজ।

প্রথম সেমিফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বেলজিয়াম। বিদায় নিলেও মাথা উঁচু করেই দেশে ফিরছে দলটি। নান্দনিক ফুটবল খেলে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মন জয় করেছেন রেড ডেভিলদের সোনালী প্রজন্মের ফুটবলাররা।

তবে মনে হয় সবচেয়ে বেশি হৃদয় জয় করেছেন গোলকিপার কোর্তোইজ। এবারের বিশ্বকাপে বেলজিয়ানদের গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন তিনি। এত দূর আসতে তার ছিল অসামান্য ভূমিকা। আজও দুটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি। তবু দলকে জেতাতে পারেননি।

স্বভাবতই ম্যাচ শেষে সমর্থকদের বিদায়ী অভিবাদন জানান বেলজিয়াম ফুটবলাররা। তবে ক্যামেরায় আলাদাভাবে ধরা পড়েন কোর্তোইজ। কারণ মেয়েকে কোলে নিয়ে বিদায় নেন তিনি। অনন্য নৈপুণ্যের কারণে স্বাভাবিকভাবেই তাকে স্মরণে রাখবে ফুটবল রোমান্টিকরা। তারই যেন প্রত্যক্ষদর্শী হয়ে রইল মেয়ে।

প্রকাশ :জুলাই ১১, ২০১৮ ১০:২৯ পূর্বাহ্ণ