১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬
তুরিনে পাওয়া দর্শকদের এ ভালোবাসাই কি দল বদলাতে অনুপ্রাণিত করল রোনালদোকে? ফাইল ছবি

রোনালদো এখন জুভেন্টাসের!

খেলাধুলা ডেস্ক:

১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে যাচ্ছেন রোনালদো
আজ রাতেই বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত করবে রিয়াল মাদ্রিদ
সাদা জার্সিতে রোনালদোর গল্পটা থামছে ৯ বছরেই

‘সম্ভাবনা বা গুঞ্জন’ কথাটি মুছে যাচ্ছে বুঝি নিমেষেই। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন রোনালদো, কথাটির মাঝে যতটুকু অনিশ্চয়তা ছিল, এখন আর তা থাকছে না। বরং এটাই সত্যি, রোনালদো এখন জুভেন্টাসের খেলোয়াড়। জুভেন্টাসের সাদাকালো ডোরাকাটা জার্সিতে তুরিনের স্টেডিয়ামে রোনালদোকে পরিচয় করিয়ে দেওয়া এখন শুধু সময়ের ব্যাপার।

প্রায় সপ্তাহজুড়ে চাউর হয়ে উঠেছিল রোনালদোর জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন। বিশ্বের সব ফুটবলপ্রেমী দেখার অপেক্ষায় ছিল, পর্তুগিজ যুবরাজের দলবদলের গুঞ্জনটি সত্য হয় কি না। অবশেষে আজ সব অঙ্কই মিলে গেল। রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো এখন জুভেন্টাসের দখলে। আজ রিয়াল মাদ্রিদ বোর্ড সভায় ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোনালদোর বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

আজ এক ঘণ্টা আগেই রোনালদো যে রিয়াল ছাড়ছেন, সেটা নিশ্চিত করেছেন স্কাই স্পোর্টসের রিপোর্টার জিয়ানলুকা ডি মার্জিও। দলবদল-সংক্রান্ত সংবাদের ক্ষেত্রে এ সাংবাদিকের টুইট খুবই গুরুত্বের সঙ্গে নেন সবাই। সেখানেই বলা হয়েছিল, আজ রিয়ালের পরিচালকদের সঙ্গে আলোচনায় বসবেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সভাপতি রোনালদোর ক্লাব ছাড়ার অনুরোধ এরই মাঝে মেনে নিয়েছেন। এবং পরিচালকেরাও নাকি এতে সম্মত হবেন। আগামী কয়েক ঘণ্টার অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতা।

রোনালদো বর্তমানে গ্রিসে ছুটি কাটাচ্ছেন। সেখানে রোনালদোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আগনেল্লি। রিয়ালের অনুমতি মেলার পরই গ্রিসে যাচ্ছেন আগনেল্লি!

প্রকাশ :জুলাই ১০, ২০১৮ ১০:০৪ অপরাহ্ণ