আন্তর্জাতিক ডেস্ক:
২৬ বছর আগে বিচারকমণ্ডলী ১৯৯২ সালের ম্যান বুকার পুরস্কার কাকে দেয়া হবে তা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত মাইকেল ওনদাতজে ও ব্যারি আনসোর্থকে যৌথভাবে ওই পুরস্কার দেয়া হয়।
তবে এবার জিতলেন মাইকেল ওনদাতজেই। যে ‘দ্য ইংলিশ পেশেন্ট’ উপন্যাসের জন্য সেবার যৌথভাবে তিনি পুরস্কার জিতেছিলেন সেটিকেই ম্যান বুকার গত ৫০ বছরের মধ্যে সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে।
গোল্ডেন ম্যান বুকার পুরস্কারের ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দেয়া হয়েছে গোল্ডেন বুকার। এর আগে পুরস্কৃত হওয়া ৫২টি উপন্যাস পড়ার পর বিচারকরা ৫টিকে মনোনয়ন দেন সেখান থেকে সেরাটি বেছে নেয়ার জন্য। জনগণের ভোটে শেষ পর্যন্ত সর্বাধিক বিক্রিত ‘দ্য ইংলিশ পেশেন্ট’কেই সেরা ঘোষণা করা হয়েছে।