১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফাইল ছবি

আগরতলা ইমিগ্রেশনে বাংলাদেশি পর্যটক হয়রানি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:
আখাউড়া-আগরতলা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি পাসপোর্টধারী পর্যটকদের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রোববার বিকালে আগরতলা ইমিগ্রেশনে হয়রানিমূলক আচরণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে ভারত ভ্রমণকারী বাংলাদেশি পর্যটকদের মাঝে।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, ব্রহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন ও কাস্টমস হঠাৎ নতুন নিয়মের ‘গ্যাঁড়াকলে’ চরম ভোগান্তিতে পড়ছেন ভারতগামী বাংলাদেশি পাসপোর্টধারী পর্যটকরা। ডলার এন্ডোর্সমেন্ট না থাকায় গত এক মাস ধরেই আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তপথে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারত ভ্রমণ করতে দিচ্ছেন না।

ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আখাউড়া-আগরতলা সীমান্তপথে ত্রিপুরা হয়ে ভারত ভ্রমণ করতে হলে বাংলাদেশি পাসপোর্টধারী পর্যটকদের অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। আবার শুধু এন্ডোর্সমেন্ট থাকলেই চলবে না; সঙ্গে ডলারও থাকতে হবে।

অন্যথায় কোনোভাবেই ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তের আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) কাস্টমস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের হঠাৎ করে নেয়া এমন সিদ্ধান্তের গ্যাঁড়াকলে বাংলাদেশি পর্যটকদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছিল।

ভুক্তভোগীরা জানান, ত্রিপুরারাজ্যে থাকা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে যেতে পারছেন না, তেমনিভাবে ভারতে চিকিৎসা পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন মারাত্মক বিপাকে। ভারত ভ্রমণেচ্ছুক বাংলাদেশি পর্যটকরা জানান, শুধু ডলার এন্ডোর্সমেন্ট না থাকায় আগরতলা সীমান্তপথে ভারতে প্রবেশ করতে দেয়া হয়নি। অথচ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার ছিল। ফলে আগরতলা ইমিগ্রেশন থেকেই ফেরত আসতে হয়েছে।

প্রকাশ :জুলাই ৯, ২০১৮ ১১:০০ অপরাহ্ণ