২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২০

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গতকাল রবিবার রাত সোয়া ১১টার দিকে বনানীর একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে ইসহাককে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকার তারুণ্যের শক্তিকে দমিয়ে রাখতেই এভাবে একের পর এক বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি ও দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে।

প্রকাশ :জুলাই ৯, ২০১৮ ৯:৩৪ পূর্বাহ্ণ