২৬শে নভেম্বর, ২০২৪ ইং | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২১

এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত: নেইমার

ক্রীড়া ডেস্ক:
বেলজিয়ামের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ মিশন থেমে গেছে শেষ আটে। বিষয়টিকে ক্যারিয়ারের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন দলের তারকা খেলোয়াড় নেইমার। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন:

আমি বলতে পারি এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত। এটা খুবই বেদনাদায়ক কারণ আমরা জানি আমরা ম্যাচটি জিততে পারতাম। আমাদের আরও এগিয়ে যাওয়ার সামর্থ্য ছিল, ইতিহাস গড়ার সুযোগ আমাদের ছিল।

কিন্তু এবার আর হল না। শক্তি সঞ্চয় করে আবারও মাঠে নামা কঠিন। কিন্তু আমি নিশ্চিত ঈশ্বর আমাকে যে কোনো কিছুর মোকাবেলা করার শক্তি দেবেন। এ জন্য সবসময় আমি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, এমনকি ব্যর্থ হলেও… কারণ আমি জানি আমার চিন্তার চেয়ে ঈশ্বর আরও ভালো ঠিক করে রেখেছেন।

আমি ব্রাজিলের বর্তমান এই দল এবং সবকিছুর অংশ হতে পেরে খুবই খুশি। আমাদের স্বপ্নে ছেদ পড়েছে কিন্তু এ স্বপ্ন কখনই আমাদের মস্তিষ্ক ও হৃদয় থেকে দূরে সরে যাবে না।

যারা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এবং আমাদের সমর্থন দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।

প্রকাশ :জুলাই ৮, ২০১৮ ১০:৩৩ পূর্বাহ্ণ