১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

হাতিরঝিল থানার কার্যক্রম আজ শুরু

ডেস্ক রিপোর্ট:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তালিকায় হাতিরঝিল থানা নামে আরেকটি নতুন থানা যুক্ত হচ্ছে। শনিবার উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হবে হাতিরঝিল থানার কার্যক্রম।

হাতিরঝিলের পুরো এলাকাসহ রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল ও রামপুরা থানার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে নতুন এই হাতিরঝিল থানা। এটি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০ তম থানা। এই থানা তেজগাঁও বিভাগের অন্তর্ভুক্ত।

ইতোমধ্যে হাতিরঝিল থানা ভবন প্রস্তুত ও প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বিকেলে আনুষ্ঠানিকভাবে এ থানার কার্যক্রম উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোস্তফা কামাল উদ্দীন সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সভায় সভাপতিত্ব করবেন কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আসাদুজ্জামান মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই সন্ধ্যা ৭টায় মগবাজার, মধুবাগ মাঠে থাকবে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতাবেন ঐশী ও কাজী শুভ।

প্রকাশ :জুলাই ৭, ২০১৮ ৭:৩৫ অপরাহ্ণ