২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং ধস। দ্বিতীয় ইনিংসে বৃহস্পতিবার শেষ বিকালে ৬২ রান তুলতেই টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে ৪০৬ রানের বিশাল পাহাড় গড়েন ক্যারিবীয়ানরা। ৩৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬২ রান তুলতেই সাজঘরে ফিরেন তামিম, মুমিনুল, লিটন, মুশফিক, সাকিব ও মিরাজ।

দ্বিতীয় দিনের খেলা শেষে ক্যারিবীয়দের চেয়ে এখনও ৩০১ রানে পিছিয়ে রয়েছে সাকিব বাহিনী।

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩/১০ (লিটন ২৫; কেমার রোচ ৫/৮)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪০৬/১০ (ব্রাথওয়েট ১২১, হোপ ৬৭, স্মিথ ৫৮, পাওয়েল ৪৮; আবু জায়েদ ৩/৮৭, মিরাজ ৩/১০১)।

প্রকাশ :জুলাই ৬, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ