১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১
ফাইল ছবি

যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি:
যশোরের শঙ্করপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শঙ্করপুর বাবলাতলা থেকে মরদেহটি উদ্ধার হয়। দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

যশোর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাহিয়ান বলেন, ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পান। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ছাড়াও একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার হয়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ায় ওই যুবক মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

প্রকাশ :জুলাই ৬, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ