১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪
ছবি: সংগৃহীত

হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে গুলশানের ইউনাউটেড হাসপাতালে নেয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু ব্যাংককের একটি হাসপাতালে মারা যান।

বৃহস্পতিবার সকালে ঢাকার ইস্কাটন হলি ফ্যামিলি হাসপাতালের কাছে একটি মসজিদে তার জানাজা হয়।

ওই জানাজায় অংশ নেয়ার পর পরই ফখরুল ইসলাম অসুস্থবোধ করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

ওই হাসপাতালে ফখরুল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে আছেন।

প্রকাশ :জুলাই ৫, ২০১৮ ২:৩৪ অপরাহ্ণ