১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪২
সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁ জেলার সাপাহারে গোডাউন পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই দুজন আমের ব্যবসা করতেন।
আজ শুক্রবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
pran জানা গেছে, নওগাঁ থেকে একটি ধান বোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত ওসি শামছুল আলম শাহ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রকাশ :জুন ২২, ২০১৮ ১১:০৫ পূর্বাহ্ণ