১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৩
ফেনী ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির আটক

ফেনী ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির আটক

গোপন বৈঠক করার অভিযোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির মুজিবুর রহমানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ছাগলনাইয়া একাডেমি স্কুল থেকে গোপন বৈঠককালে তাকে আটক করা হয় বলে দাবি করেছে পুলিশ।
তবে জামায়াত আমির মুজিবুর রহমানকে আটক করা গেলেও তার অন্য সঙ্গীরা পালিয়ে যান। এসময় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
pran ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান, ছাগলনাইয়া একাডেমি স্কুলে জামায়াত-শিবিরকর্মীরা নাশকতা কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠক করছিল, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় জামায়াত আমির মুজিবুর রহমানকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। স্কুল মাঠ থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি জানান, আটক জামায়াত নেতার বিরুদ্ধে ফেনীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পৌর জামায়াতের আমির পেয়ার আহাম্মদ মজুমদার সাংবাদিকদের জানান, একাডেমি স্কুলের মসজিদ নির্মাণের জন্য একজন প্রকৌশলী নিয়ে মুজিবুর রহমান স্কুলে আসামাত্রই পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তিনি ওই স্কুলের এসএমসির সদস্য।
এর আগে ২০১৭ সালে ১৯ ডিসেম্বর ফেনী হাসপাতাল মোড় থেকে মুজিবুর রহমানকে ডিবি পুলিশ আটক করেছিল।

প্রকাশ :জুন ২২, ২০১৮ ১০:৫০ পূর্বাহ্ণ