১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫
আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে নক আউটে ক্রোয়েশিয়া

আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে নক আউটে ক্রোয়েশিয়া

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়লো নিজনি নভগোরোদে স্টেডিয়াম। ৩২ বছর পর শিরোপার জয়ের প্রত্যাশায় পা রাখা আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বাজিয়ে নক আউট পর্বে যে পা রেখেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের আগে সর্বশেষ দু’দলের দেখা হয়েছিল ২০১৪ সালে। সেবার জিতেছিল আর্জেন্টিনাই। কিন্তু সেই ফলাফলের ভয়াবহতা যে এতটা নিষ্ঠুর হবে কে জানতো। এর আগে ক্রোয়েটরা নিজেদের প্রথম বিশ্বকাপে অর্থাৎ ১৯৯৮ এ আর্জেন্টিনার মুখোমুখি হয়ে সে ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়।

১৯৫৮ সালের বিশ্বকাপের পর গ্রুপপর্বে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় হার। দলটির শেষ ষোলর স্বপ্ন এখন সুঁতোর উপর ঝুলছে। আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে আগামীকালের আইসল্যান্ড ও নাইজেরিয়া ম্যাচের ওপর। সেই সঙ্গে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেতেই হবে। যদি আগামীকাল আইসল্যান্ড নাইজেরিয়াকে পরাজিত করে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে তাহলে ক্রোয়েটদের পর দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করবে তারা। তখন আর্জেন্টিনা শেষ ম্যাচে জিতলেও কোনও কাজে আসবে না। পক্ষান্তরে আইসল্যান্ড ও নাইজেরিয়ার ম্যাচ আগামীকাল ড্র হলে এবং আর্জেন্টিনা শেষ ম্যাচে নাইজেরিয়াকে পরাজিত করলে ও ক্রোয়েশিয়া তাদের শেষ ম্যাচে আইসল্যান্ডকে পরাজিত করলে কিংবা তাদের সঙ্গে ড্র করলেই কেবল আর্জেন্টিনা নক আউট পর্বে উতরে যাবে।

প্রকাশ :জুন ২২, ২০১৮ ২:৪১ পূর্বাহ্ণ