১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২
‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়াল আসছে

‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়াল আসছে

আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়াল আসছে। নতুন সিক্যুয়ালে আমির খান অভিনয় করবেন কিনা বিস্তারিত জানাননি নির্মাতা রাজকুমার হিরানি। তবে ছবিটির চিত্রনাট্য তৈরি হচ্ছে বলে জানান।এই নির্মাতা সম্প্রতি সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ নির্মাণ করেছেন। ছবিটি মুক্তির আর মাত্র কয়েক দিন বাকি। ‘সঞ্জু’ নিয়ে প্রচারণার মাঝেই এবার জানালেন ‘থ্রি ইডিয়টস’ এর নতুন সিক্যুয়াল আসবে শিগগিরই।

পরিচালক রাজকুমার হিরানি বলেন, “থ্রি ইডিয়টস’ ছবির সিকুয়েল তৈরি করতে চাই। কারণ, এই ছবি নিয়ে আমার অনেক ভালো অভিজ্ঞতা আছে।”

রাজকুমারি হিরানি মানেই ভিন্ন গল্পের ছবি। ‘মুন্না ভাই এমবিবিএস’ রাজকুমার হিরানী পরিচালিত প্রথম ছবি। এই ছবিতে ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হন সঞ্জয় দত্ত। এবার সঞ্জয়ের বায়োপিক নির্মাণ করছেন হিরানি। ‘সঞ্জু’ নামে ছবিটি আগামি ২৯ জুন মুক্তি পাবে।ছবিটিতে রণবীর কাপুর অভিনয় করেছেন সঞ্জয়ের চরিত্রে। এছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সোনম কাপুর, দিয়া মির্জা, আনুশকা শর্মা, কারিশমা তান্না, ভিকি কুশল প্রমুখ।রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবিটিও তুমুল প্রশংসিত হয়। বলিউডের ব্যবসাসফল ছবি হিসেবে সুপারহিট করে। বলিউডের সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির মধ্যে রয়েছে ‘থ্রি ইডিয়টস’। এই ছবির মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসিত হন রাজকুমার হিরানি।

প্রকাশ :জুন ২১, ২০১৮ ৯:৫৪ অপরাহ্ণ