১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২
শুক্রবার রংপুর যাচ্ছেন এরশাদ

শুক্রবার রংপুর যা‌চ্ছেন এরশাদ

সাবেক রাষ্ট্রপ‌তি ও জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হু‌সেইন মুহম্মদ এরশাদ আগামীকাল (শুক্রবার) তিন দি‌নের সফ‌রে রংপুর যা‌চ্ছেন।দলের যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান পাঠানো এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২২ জুন ২০১৮) সকাল পৌনে ১০টায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমান বন্দর হ‌য়ে ইউ এস বাংলা এয়ারলাই‌ন্সের এক‌টি বিমা‌নে সৈয়দপু‌র বিমান বন্দ‌রের উদ্দ্যে‌শে ঢাকা ত্যাগ কর‌নে জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হু‌সেইন মুহম্মদ এরশাদ  এবং দুপুর ১২ টায় রংপুর পল্লী নিবা‌সে পৌঁছবেন তি‌নি।

শ‌নিবার (২৩ জুন) দুপুরে রংপুর সি‌টি ক‌পো‌রেশ‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের ব‌ুড়িহাট রো‌ডে রে‌সি‌ডে‌সিয়াল স্কুল অ্যান্ড ক‌লেজ মা‌ঠে এক‌টি সামা‌জিক অনুষ্ঠা‌নে যোগ দেবেন এরশাদ।রোববার (২৪ জুন) সকাল ১১ টায় সৈয়দপুর বিমান বন্দর থে‌কে ইউ এস বাংলা এয়ার লাই‌ন্সের এক‌টি বিমা‌নে ঢাকার উদ্দ্যে‌শে রওয়ানা হবেন এরশাদ।দুপুর ১২ টায় বা‌রিধারা প্রে‌সি‌ডেন্টপা‌র্কে উপ‌স্হিত থাক‌বেন সা‌বেক রাষ্ট্রপ‌তি হু‌সেইন মুহম্মদ এরশাদ এম‌পি।

প্রকাশ :জুন ২১, ২০১৮ ৯:৪৫ অপরাহ্ণ