বিজেপি একটি জঙ্গি সংগঠন বলে মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি জঙ্গিদের মতো কাজ করে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করাই তাদের ধর্ম৷ রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি৷ মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলাই তাদের লক্ষ্য৷
এছাড়া লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্ররোচনা থেকে দলীয় কর্মীদের সাবধান থাকার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
প্রসঙ্গত, কিছুদিন আগে জলপাইগুড়ির একটি জনসভায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বক্তব্য দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীর ঘোষ৷ আক্রমণের সীমা ছাড়িয়ে শাসক দলের কর্মীদের এনকাউন্টার করে হত্যা করার হুমকি দেন তিনি৷
পরবর্তীতে এনিয়ে নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে৷ ইতোমধ্যে রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷
গত ৩০ মে এবং ২ জুন পুরুলিয়ায় যথাক্রমে দুলাল কুমার এবং ত্রিলোচন মাহাতো নামের দুই বিজেপি কর্মী নিহত হন। এই ঘটনায় টুইট করে নিন্দা জানান সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ৷
আসন্ন রাজ্য সফরে এই দুই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার৷ ইতোমধ্যে হাইকোর্টে ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেছে রাজ্য বিজেপি৷
এছাড়া, কয়েকদিন আগে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে উগ্রধর্মীয় সংগঠন বলে ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে উল্লেখ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ৷ এনিয়েও প্রবল বিতর্ক তৈরি হয় দেশজুড়ে৷ এর তীব্র প্রতিবাদ জানায় সংগঠন দুটি।