দলবলে মাশরাফিরা কতবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন সেটা বলতে হলে বেশিদূর যেতে হবেনা। এইতো ক’দিন আগেও মাশরাফি-সাকিবরা প্রধানমন্ত্রীর দর্শন পেয়েছিলেন।বলা হয় তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের সমর্থক। দেশের জয়ে মাশরাফিদের ফোন করে যেমন অভিনন্দন জানান, তেমনি দলের হারেও তাদের পাশে দাঁড়ান অভিভাবক হয়ে।
ক’দিন আগে মেয়েরা এশিয়া কাপ ক্রিকেটে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে। দেরাদুনের আফগানিস্তানের কাছে সাকিবদের হোয়াইটওয়াশ ভুলে দেশ মাতে সালমা-রুমানাদের জয়ের আনন্দে।দেশে ফিরে নারী ক্রিকেট দল পান উষ্ণ সংবর্ধনা। বিসিবি প্রধান নাজমুল হাসান পোঁপোঁ ঘোষণা দেন দুই কোটি টাকা পুরস্কারের।বিসিবির দেয়া সেই পুরস্কারের চেক তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে গণভবনে ডাকেন এশিয়া কাপজয়ী বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সদস্যদের। সেখানে প্রধানমন্ত্রীর উপহার চেক তুলে দেন।পরে প্রধানমন্ত্রী এশিয়া কাপজয়ী বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন। এরপর প্রধানমন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।এ নিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা একটি ছবিও পোস্ট করেন। নারী ক্রিকেট দলের সাথে প্রধানমন্ত্রীর ছবি দেখে হয়তো তিনিও অভিভূত।মাশরাফি লেখেন, এটা সত্যিই অনেক আনন্দের এবং এই দলকে নিয়ে আমি গর্বিত। তাদের প্রাপ্য…