১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৮

ঝিনাইদহে মাঠ থেকে দুই বন্ধুর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার একটি মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন ওই গ্রামের যদু বক্সের ছেলে রিপন হোসেন (২৩) ও বিশারদ আলীর ছেলে আওয়াল হোসেন (২২)।

বৃহস্পতিবার সকালে ভাইনা ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।হরিণাকুণ্ড থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে একটি মাঠে দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থলে বিষের বোতল পাওয়া গেছে। তদন্তের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

প্রকাশ :জুন ২১, ২০১৮ ১২:৩৬ অপরাহ্ণ