১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১৩

দৈনিক দেশ জনতা কার্যালয় দখলে নিয়েছে শিল্প মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক দেশ জনতার কার্যালয়ের দখল নিয়েছে শিল্প মন্ত্রণালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ঢাকা জেলা নির্বাহী মেজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাখাফি ইবনে সাজ্জাদের নেতৃত্বে একটি টিম শিল্প মন্ত্রণালয়ের পক্ষে কার্যালয়টির দখল নিয়ে তালা লাগিয়ে দেন।
দেশ জনতা কর্তৃপক্ষের অভিযোগ, বিনা নোটিশে অভিযান চালিয়ে জিনিষপত্র সরানোরও কোন সুযোগ দেয়নি তারা।
দেশ জনতা পত্রিকার সহকারী সম্পাদক মহিউদ্দিন খান মোহন জানান, ‘বেলা ১টার দিকে একজন মেজিষ্ট্রেটের নেতৃত্বে কয়েকজন পুলিশ এবং সাদা পোষাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ে এসে তাকে অফিস খালি করে দিতে বলেন। এসময় সম্পাদক সালাহউদ্দিন আহমেদ আসা পর্যন্ত ১ ঘন্টা সময় দেয়ার অনুরোধ করলেও মেজিষ্ট্রেট তা আমলে নেননি পুলিশ সদস্যদের নিয়ে জোর করে ৭৪ দিলকুশার কার্যালয়ে ঢুকে অফিসের ষ্টাফদের বের করে দিয়ে তালা মেরে দেন তিনি।
এসময় উপস্থিত সাংবাদিকদের মজিষ্ট্রেট তাজওয়ার আকরাম বলেন, আদালতের নির্দেশ এই কার্যালয় খালি করতে হবে। সর্বোচ্চ ১০ মিনিটির মধ্যেই কার্যালয় খালি করতে হবে।
কোন নোটিশ ছাড়া সময় না দিয়ে কেন এই উচ্ছেদ হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আগেই নোটিশ করা হয়েছিল। এখন আর কোন সময় দেয়া হবে না।
এ বিষয়ে পত্রিকার নির্বাহী সম্পাদক তানভীর আহমদে রবিন জানান, কার্যালয় খালি করার জন্য কোন ধরনের নোটিশ পাইনি। বিনা নোটিশে কোন সময় না দিয়ে জোর করে ষ্টাফদের বের করে দেয়া হযেছে এবং মালামালের ক্ষতি করা হয়েছে।
তিনি বলেন, ৭৪ দিলকুশা এই কার্যালয়টি গণপূর্ত মন্ত্রণালয় থেকে লিজ নেয়া ছিল। বছরের পর বছর ধরে পূর্ত মন্ত্রণালয়কেই ভাড়া দিয়ে আাসছিলাম। শিল্প মন্ত্রনালয়ের সঙ্গে এই কার্যালয়ের কোন সম্পৃক্ততাই নেই। অথচ শিল্প মন্ত্রণালয় একেবারে বেআইনী ভাবে এই কার্যালয়ের দখল নিল। শুধু বিরোধী রাজনীতির সঙ্গে সংযুক্ত থাকার কারনে এমন করা হয়েছে বলেও দাবী করেন রবিন।
##

প্রকাশ :মে ৩০, ২০১৮ ৮:০৭ অপরাহ্ণ