২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৫

গাজায় ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছেন ইসরাইলি সেনারা। দখলদার সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের অন্তত ৩০টি অবস্থানকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছেন। মঙ্গলবার ইসরাইলের সামরিক মুখপাত্র জনাথন কনরিকাস এ খবর নিশ্চিত করেছেন। খবর পার্স টুডের।

এর মধ্যে একটি সুড়ঙ্গপথ এবং হামাস ও জিহাদ আন্দোলনের কয়েকটি সামরিক অবস্থান রয়েছে বলে দাবি করেছেন জনাথন। তার দাবি, মঙ্গলবার শুরুর দিকে গাজা থেকে ইসরাইলে মর্টার হামলা চালানো হয়। এর প্রতিশোধ নিতে ইসরাইলি সেনারা হামলা করেন। জনাথন বলেন, ২০১৪ সালের গাজা যুদ্ধের পর এটাই ছিল দুপক্ষের মধ্যে সবচেয়ে সংঘাত।

জানা গেছে, সোমবার দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় ট্যাংক দিয়ে হামলা চালায়। এতে এক ফিলিস্তিনি তরুণ নিহত ও একজন আহত হন। এর পরই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলে মর্টার হামলা চালায় হামাস মর্টার হামলাকে সমর্থন করে বলেছে, ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার স্বাভাবিক অধিকার থেকেই তারা এ মর্টার হামলা চালিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ৩০, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ