১৭ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:২৩

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি:

দুর্বৃত্তের গুলিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভপতি নাজমুল হোসেন (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ার আলতাফ হোসেনের ছেলে।

নাজমুলের খালাতো ভাই মিলন জানান, রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা নাজমুলের মাথায় গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার এসআই আতিকুর রহমান জানান।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ৩০, ২০১৮ ৯:৫৯ পূর্বাহ্ণ