নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাষানটেকের দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতাউর রহমান আতা (৪৫), ফারুক ইসলাম বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার (৩২)।
র্যাব-৪ এর কর্পোরেল সোলায়মান জানান, মাদক ব্যবসায়ীদের অবস্থান নিশ্চিত হয়ে রাতে লোহার ব্রিজ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

