১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

মাদকবিরোধী অভিযান: ৩ কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত

শরীয়তপুর প্রতিবেদক:

মাদক সেবনের অভিযোগে শরীয়তপুর কারাগারের তিন কারারক্ষীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় ১৪ কারারক্ষীকে বিভিন্ন কারাগারে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) বিকেলে তাদের শাস্তি দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম।

তিনি জানান, ‘শরীয়তপুর কারাগারের কারারক্ষী মো. সালাউদ্দিন, পলাশ হোসেন ও ফারুক হোসেন বিরুদ্ধে মাদক সেবনের (ইয়াবা) অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে মাদকসহ বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় ১৪ কারারক্ষীকে দেশের বিভিন্ন কারাগারে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে ।’

সারাদেশে র‌্যাব-পুলিশের মাদকবিরোধী অভিযানের পাশাপাশি কারাগারেও নজরদারি বাড়ানো হয়েছে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ২৯, ২০১৮ ৮:১৩ অপরাহ্ণ