নিজস্ব প্রতিবেদক:
পচাঁ মাছ রাখার দায়ে রাজধানীর মিরপুরে সুপারশপ আগোরাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমান আদালত
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ভ্রাম্যমান আদালত রোজার মাসে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এসময় সুপারশপে রাখা পচাঁ মাছ সরানোর সময় আগোরা কর্তৃপক্ষকে হাতে নাতে ধরে ফেলে।
এছাড়া, সেখান থেকে পঁচে যাওয়া সবজিও উদ্ধার করা হয়। পরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত আগোরা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করে। আগোরায় অভিযান শেষে এখন মিরপুরের আরো কয়েকটি নামি দামি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে ডিএমপির ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান অভিযান শেষে জানান, আগোরা সুপার সপে বিএসটিআই’র ভুয়া অনুমোদন ব্যবহার করে লাচ্চা সেমাইসহ বেশ কিছু পণ্য বিক্রি হচ্ছিল। যে পণ্যের অনুমোদন বিএসটিআই থেকে নেয়া হয়নি। এছাড়া অনুমোদন ছাড়াও বেশ কিছু পণ্য বিক্রি করা হত। এই অভিযোগে আগোরাকে ৪ লক্ষ টাকা ও পঁচা মাছ বিক্রির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিরপুরের বার্গার কিং বিএসটিআইয়ের অনুমোগদন ছাড়া সস ব্যবহারের অভিযোগে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক দেশজনতা/ এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

